Logo

সারাদেশ

৬ দফা দাবিতে বান্দরবানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:১২

৬ দফা দাবিতে বান্দরবানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ছয় দফা দাবির সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে জেলায় কর্মরত শতাধিক স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৭৯ সাল থেকে ইপিআই কর্মসূচির আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন তারা। দীর্ঘদিন ধরে ১৬তম গ্রেডে চাকরি করলেও এখনো পর্যন্ত তাদের গ্রেড উন্নীত করা হয়নি। অথচ সরকারের অন্যান্য দপ্তরে একই গ্রেডের কর্মচারীরা পদোন্নতি পেয়েছেন।

বক্তারা আরও বলেন, এটি সুস্পষ্ট বৈষম্য ও চরম অবমূল্যায়নের শামিল। ইন-সার্ভিস ডিপ্লোমাধারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা। একইসঙ্গে কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন, সদস্য সচিব উখ্যসিং খেয়া, সদস্য সুজলা চাকমা, সৈয়দ খালিদ মাহমুদসহ প্রায় শতাধিক স্বাস্থ্যকর্মী।

  • সোহলে কান্তি নাথ/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর