Logo

সারাদেশ

কক্সবাজারে সাগরে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:৫৩

কক্সবাজারে সাগরে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে হিমছড়ি সৈকতের একটি পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম কে এম শাদনান সাবাব রহমান (২১)। তিনি চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র এবং ঢাকার মিরপুর এলাকার কে এম আনিসুর রহমানের ছেলে।

নিখোঁজ দুই শিক্ষার্থীও একই বিভাগের। তারা হলেন, বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) এবং আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চার বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে বেড়াতে আসেন। তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যান। পরে স্থানীয় সি সেইফ লাইফ গার্ড ও ফায়ার সার্ভিসের সহায়তায় সাবাবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু জানান, এখনো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড সদস্যদের সমন্বয়ে অভিযান চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর