Logo

সারাদেশ

কালীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৩:০৩

কালীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে সোমবার (৭ জুলাই) বিকেল ও সন্ধ্যায় পৃথক দুটি স্থানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, সোমবার বিকেলে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মুনসেফপুর এলাকার কেটিএল গ্যারেজের সামনে থেকে এক কেজি গাঁজাসহ শিবপুর উপজেলার পূর্ব মুন্সিবাজার গ্রামের আবু সাইদের ছেলে হারুন অর রশিদকে (৪৫) আটক করা হয়।

এরপর সন্ধ্যায় পৌর এলাকার মূলগাঁও গ্রামে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে মৃত আব্দুল বাতেনের ছেলে মো. ইসমাইল চিশতী (৬০), মো. বাচ্চু মিয়ার ছেলে পারভেজ মিয়া (৩০) ও বেতুয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. আমজাদ হোসেনকে (২৭) আটক করা হয়। এ সময় ইসমাইলের বাড়ির পশ্চিম পাশের ঘরের বারান্দা থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আলাউদ্দিন জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা (নম্বর ৫ ও ৬) দায়ের করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর