Logo

সারাদেশ

ফের পানিবন্দি নোয়াখালী পৌর শহর

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৪:২৫

ফের পানিবন্দি নোয়াখালী পৌর শহর

টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে পড়েছে নোয়াখালী পৌর শহর। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এতে পৌরসভার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা পানিতে তলিয়ে গেছে। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

মঙ্গলবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের স্টেডিয়াম পাড়া, জেলখানা সড়ক, ফকিরপুর, হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর ও হাউজিংসহ বেশিভাগ এলাকায় হাঁটুসমান পানি জমেছে। নিচু এলাকার অনেক বাসাবাড়ির নিচতলা ও কাঁচা ঘরে পানি ঢুকে গেছে। ফলে এসব এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

স্থানীয়রা বলছেন, চলতি বর্ষায় আগে থেকেই শহরের অধিকাংশ সড়কে খানাখন্দ সৃষ্টি হয়। এতে বৃষ্টির পানিতে সড়কগুলো মরণ ফাঁদে পরিণত হচ্ছে। বর্ষা শুরু হওয়ার পর থেকেই জুন মাসের মাঝামাঝি থেকে অন্তত ৪-৫ দফা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে শহরে। যদিও এসব জলাবদ্ধতা ২-৩ দিনের বেশি স্থায়ী হয়নি। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রফিকুল ইসলাম জানান, আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

  • আজাদ/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বন্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর