ছারছীনা দরবারে আশুরা ও পীর মোহেব্বুল্লাহর ওফাত দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৬:১৩
-686cef4d99665.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পবিত্র আশুরা ও ছারছীনা শরীফের সাবেক পীর হজরত শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর প্রথম ওফাত দিবস উপলক্ষে পিরোজপুরের ছারছীনা দরবার শরীফে খাস তা’লিমী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বাদ এশা আয়োজিত এ মাহফিলে বর্তমান পীর ছাহেব কেবলা বলেন, আশুরা ইসলামের একটি স্মরণীয় দিন এবং এ দিনেই গত বছর মরহুম পীর হুজুর ইন্তেকাল করেন, যা এ দিনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
তিনি বলেন, মরহুম পীর ছাহেব শরীয়ত ও আকীদার ব্যাপারে কঠোর ছিলেন এবং সুন্নতের অনুসরণে অটল ছিলেন। তার আদর্শ অনুসরণে জীবনের সফলতা নিহিত।
আলোচনায় আলিয়া মাদ্রাসার পাঠ্যসূচি থেকে আওলিয়াদের ইতিহাস বাদ দেওয়ার অভিযোগও উঠে আসে। পীর ছাহেব অভিযোগ করেন, কিছু চক্র দরবার শরীফ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
মাহফিলে বিএনপি ও অন্যান্য দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। মীলাদ, তবারক বিতরণ এবং আখেরি মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বশির/এআরএস