Logo

সারাদেশ

চাঁদা আদায়ের অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্র : আরিফুল ইসলাম চৌধুরী

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:৪৩

চাঁদা আদায়ের অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্র : আরিফুল ইসলাম চৌধুরী

ছবি : সংগৃহীত

বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী তার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। তিনি বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালিয়েছে।

তিনি বলেন, ‘৭ জুলাই ‘দৈনিক বাংলাদেশের খবর’র অনলাইনে প্রকাশিত ‘বান্দরবান জেলা যুবদল সম্পাদকের বিরুদ্ধে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে পাঠানো এক বিজ্ঞিপ্তিতে তিনি এ দাবি করেন।

আরিফুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে যুবদলে দায়িত্ব পালন করছেন এবং মানুষের অধিকার ও সুশাসনের জন্য কাজ করে যাচ্ছেন। ‘কোনো টোল আদায়ে আমার সম্পৃক্ততা নেই। এটি জেলা পরিষদ যাচাই করলেই পরিষ্কার হবে’—বলেন তিনি।

তিনি আরও দাবি করেন, একটি কুচক্রী মহল স্থানীয় কিছু মানুষকে ব্যবহার করে মানববন্ধনের আয়োজন করেছে যাতে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এর মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

প্রতিবেদকের বক্তব্য :  বান্দরবান প্রেসক্লাবের সামনে বাঘমারা এলাকার স্থানীয়  এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে বক্তাদের বক্তব্য ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানে কাছে প্রদানকৃত স্মারকলিপি থেকে প্রাপ্ত  তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোন মতামত নেই।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি চাঁদাবাজি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর