Logo

সারাদেশ

কারাগারে নকশিকাঁথা তৈরির মাধ্যমে নারীদের পুনর্বাসনের উদ্যোগ

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:৫১

কারাগারে নকশিকাঁথা তৈরির মাধ্যমে নারীদের পুনর্বাসনের উদ্যোগ

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জ জেলা কারাগারে নারী বন্দীদের দক্ষতা উন্নয়নে নকশিকাঁথা তৈরির প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে। জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ বন্দীদের পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা 

সোমবার (৭ জুলাই) দুপুরে কারাগারে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের পর তিনি বলেন, কারাগার শুধু শাস্তির নয়, পরিবর্তনের স্থানও হতে পারে।’

তিনি কারাগারের প্রশিক্ষণ কার্যক্রম, নারী বন্দীদের তৈরি নকশিকাঁথা এবং অভ্যন্তরীণ বৃক্ষরোপণ কর্মসূচি ঘুরে দেখেন। বন্দীদের জন্য তৈরি পণ্যের বাজারজাতকরণে সহায়তার আশ্বাস দিয়ে তিনি জানান, বিক্রিত পণ্যের লভ্যাংশ ব্যক্তিগত একাউন্টে জমা রাখা হবে।

এক নারী কয়েদী জানান, কারা কর্তৃপক্ষের অনুপ্রেরণায় তিনি এখানে নকশিকাঁথা শিখেছেন এবং মুক্তির পর এ পেশা চালিয়ে যেতে চান।

জেলা প্রশাসক আরও জানান, পুরুষ বন্দীদের জন্যও ফার্নিচার, কম্পিউটারসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ চালু রয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর