লক্ষ্মীপুর জেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন
সভাপতি হুমায়ুন, সম্পাদক লিংকন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:৫৪
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুর জেলা যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। এতে আব্দুল আলিম হুমায়ুনকে সভাপতি ও সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন দুই সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন।
একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। তারা আশা করছেন, নতুন নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।
এআরএস

