বিয়ের আশ্বাসে ধর্ষণ, অভিযুক্তের বাড়িতে ভুক্তভোগী তরুণী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৮:০২
-686d08db07831.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালীগঞ্জে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ধর্ষণের শিকার এক তরুণী অভিযুক্ত যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন। তবে অভিযুক্ত ফরিদ পালোয়ান (২৫) ধর্ষণ মামলার পরপরই পালিয়ে গেছেন ইতালিতে।
ভুক্তভোগী তরুণী কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা। তিনি জানান, প্রায় দেড় বছর প্রেমের সম্পর্কের পর ফরিদ তাকে ঘোরাফেরার কথা বলে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে আবার ঢাকাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এবং নির্যাতনের শিকার হয়ে গত ১২ মার্চ কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। মামলার প্রধান আসামি ফরিদ বিদেশে পলায়ন করায় তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এআরএস