Logo

সারাদেশ

মিরসরাইয়ে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৮:১১

মিরসরাইয়ে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল ও এর অঙ্গসংগঠনগুলো।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আবুতোরাব বাজার ঘুরে মধ্যম বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবদল নেতা এসএম সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা। বক্তারা দাবি করেন, বিএনপি নেতা নুরুল আমিনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

তারা এসব অপপ্রচারের ‘প্রতিহত’ করার ঘোষণা দেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর