ভাড়া দিতে দেরি, ভাড়াটিয়াকে ভেতরে রেখেই দরজায় তালা দিলেন বাড়িওয়ালা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৮:৩০
-686d0f60b3a59.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জ শহরের রায়পাড়া এলাকায় ভাড়া পরিশোধে বিলম্ব হওয়ায় এক বাসার মালিক ভাড়াটিয়াকে ঘরের ভেতরে রেখেই তালাবদ্ধ করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে বাসার তালা খুলে চারজনকে উদ্ধার করে।
ভুক্তভোগী ইমন বর্মণ জানান, বাসাভাড়া দেওয়ার জন্য দুই দিনের সময় চাওয়ায় মালিক ইউসুফ চৌধুরী প্রথমে গ্যাসের সংযোগ বন্ধ করে দেন।
মঙ্গলবার সকালে তিনি ইমন, তার মা, স্ত্রী এবং পাশের বাসার দুই শিক্ষার্থীসহ সবাইকে ঘরে রেখেই বাইরে থেকে তালা দেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ এসে বাসার চাবি এনে তালা খুলে দেয়।
বাসার মালিক ইউসুফ চৌধুরী বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে ভাড়া দেয় না, এক বছর আগে নোটিশ দিয়েছি। এখন বাসা ছাড়ছে না, তাই তালা দিয়েছি।’
সদর থানার ওসি আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসার মালিকের মাধ্যমে তালা খুলে ভাড়াটিয়াদের উদ্ধার করেছি।’