Logo

সারাদেশ

খাগড়াছড়িতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৮:৪৬

খাগড়াছড়িতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

নিয়োগবিধি সংশোধন ও গ্রেড উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে খাগড়াছড়িতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখা।

বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ১১তম গ্রেডে উন্নীতকরণ, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের সুযোগ এবং টেকনিক্যাল পদমর্যাদা দেওয়াসহ ৬ দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি এডিসন চাকমা, সাধারণ সম্পাদক কিরণ কুমার ত্রিপুরা, জাকির হোসেন, ইউসুফ ও বিবেকাময় রোয়াজা প্রমুখ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর