মুন্সীগঞ্জে যমজ শিশুকে ডোবায় ফেলে হত্যার অভিযোগে বাবা-মা আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৮:৫১
-686d146ea1b16.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জের শ্রীনগরে সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুকে ঘরের পাশের ডোবায় ফেলে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বিবন্দি গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় ডোবা থেকে শিশু দুটিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর শিশুদের মা শান্তা বেগম ও বাবা সোহাগ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শ্রীনগর থানার ওসি নাজমূল হুদা খান বলেন, ‘ঘটনার বিষয়ে বাবা-মা একে অপরকে দোষারোপ করছেন। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
পুলিশ ও স্থানীয়রা জানান, দিনমজুর সোহাগ শেখ দুই বছর আগে শান্তা বেগমকে বিয়ে করেন। দাম্পত্য কলহের কারণে তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। কয়েক দিন আগে তিনি স্বামীর বাড়িতে ফেরেন।
সোমবার রাতে শিশুদের চিৎকার ও হট্টগোল শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে জানতে পারেন, শিশুরা ডোবায় পড়েছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
শিশুদের চাচা সাকিব শেখ বলেন, ‘শিশুদের মা জানিয়েছে, সোহাগ শেখ তাদের ডোবায় ফেলে দিয়েছেন। পরে আমি দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করি।’
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিনথিয়া নূর জানান, ‘শিশু দুটির পেটে পানি পাওয়া গেছে। সম্ভবত ডোবা থেকে তোলার আগেই তাদের মৃত্যু হয়।’
ঘটনার পর স্থানীয়ভাবে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেলেও পুলিশ বলছে, সঠিক ঘটনা জানতে তদন্ত চলছে।
আবু সাঈদ/এআরএস