Logo

সারাদেশ

ঝিনাইদহে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৯:১০

ঝিনাইদহে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা।

ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে দাবি সংবলিত ব্যানার ও লিফলেট নিয়ে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা স্বাস্থ্য সহকারীরা।

কর্মসূচিতে বক্তব্য দেন জেলা শাখার প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম, সমন্বয়ক ফারুক হোসেন, ওলিউর রহমান, সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, ‘স্বাস্থ্য সহকারীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা ও ১১তম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে।’

তাদের ৬ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, ‘দাবি না মানা হলে স্বাস্থ্য সহকারীরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।’

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর