Logo

সারাদেশ

ভোলায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

Icon

ভোলা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৯:১৩

ভোলায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

চাকরিতে ১৪তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ভোলা জেলা শাখা।

সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা এই অবস্থান কর্মসূচিতে জেলার সাত উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন।

বক্তারা বলেন, ‘স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। অথচ দেশের রোগ প্রতিরোধ ও প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা; ১৪তম গ্রেড প্রদান ও টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করা; ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডে পদোন্নতির ব্যবস্থা; বেতন স্কেল পুনর্নির্ধারণকালে টাইম স্কেল ও উচ্চতর স্কেল অন্তর্ভুক্ত করা; ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের স্নাতক সমমানের স্বীকৃতি প্রদান এবং নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করা।

বক্তারা অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

আদিল হোসেন তপু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর