Logo

সারাদেশ

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘিরে দ্বন্দ্ব

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৯:১৭

মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘিরে দ্বন্দ্ব

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উপজেলা কমিটির নেতারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন।

সংগঠনের আহ্বায়ক হামিদুর রহমান রানা তার বিরুদ্ধে পুকুর খনন, চাল বাণিজ্য, বালু ব্যবসা ও গরুর হাটে চাঁদাবাজির অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

তিনি বলেন, ‘এইসব অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জিআরের চাল বরাদ্দ ছিল রাস্তার উন্নয়নের জন্য এবং সেখানে কোনো অনিয়ম হয়নি। যে ব্যক্তি পুকুর খননের সঙ্গে জড়িত, তার সঙ্গে আহ্বায়কের কোনো যোগসূত্র নেই বলেও দাবি করেন নেতারা।

তারা বলেন, গত ৩ জুলাই যাঁরা সংবাদ সম্মেলন করে কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন, তারা ‘অবৈধভাবে এবং ষড়যন্ত্রমূলক’ভাবে কাজটি করেছেন। এসব অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর