সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৯:২৪
-686d1c08d02fc.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জের সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) বিকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাকা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাটুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. হেলাল উদ্দিন এবং কাওন্নারা গ্রামের গোলাম রাব্বি।
গ্রেপ্তারের প্রতিবাদে সন্ধ্যায় গোলাম রাব্বির পরিবার ও স্থানীয় বাসিন্দারা থানা ঘেরাও করেন।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে গ্রেপ্তারদের আদালতে পাঠানোর সময় প্রিজনভ্যান থানা গেট থেকে বের হওয়ার চেষ্টা করলে গোলাম রাব্বির স্বজনরা গাড়ির পথ রোধ করেন। তার মা রুজিনা আক্তার প্রিজনভ্যানের সামনে শুয়ে পড়েন এবং স্ত্রী আজরিন আক্তার ভ্যান ঘিরে রাখেন।
অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাব্বির স্বজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) থানার উপপরিদর্শক মো. আব্বাস আলী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।
সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’
এআরএস