বগুড়ায় যৌতুকের জন্য ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৯:৩০
-686d1d75e3d64.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ায় ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি স্বামী ও শ্বশুরবাড়ির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেন।
ভুক্তভোগী ববি আক্তার বৃষ্টি লিখিত বক্তব্যে বলেন, ২০২৫ সালের ১১ জানুয়ারি পারিবারিকভাবে তার বিয়ে হয় সদর উপজেলার বিসিক ফুলবাড়ি এলাকার এক ব্যক্তির সঙ্গে। বিয়ের কিছুদিন পর শ্বশুরবাড়ির পক্ষ থেকে ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। দাবিকৃত অর্থ না পেয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ তার।
সংবাদ সম্মেলনে বৃষ্টি আরও বলেন, এক পর্যায়ে তাকে পারিবারিকভাবে ‘অপহরণের অভিযোগে’ জড়িয়ে জনসমক্ষে মারধর করা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং আদালতে সোপর্দ করে। জামিনে মুক্তি পেলেও তিনি সামাজিকভাবে হেয় হচ্ছেন এবং পরীক্ষা দিতে বাধার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন। বর্তমানে তিনি স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এ বিষয়ে তার পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ভুক্তভোগী ববি আক্তার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
এআরএস