চাঁদপুরে রাস্তা নিয়ে ২ পক্ষের মারামারি, পাল্টাপাল্টি মামলা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ২১:১৯
-686d370e5a065.jpg)
ছবি : গ্রাফিক্স
চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির রাস্তা সংস্কার নিয়ে প্রথমে বাকবিতণ্ডা ও পরে মারামারির ঘটনায় এক পক্ষকে ফাঁসাতে আরেক পক্ষ পাল্টা মামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সূত্রপাত ২৬ জুন সকালে। ওই দিন রাস্তা সংস্কারের জন্য আজিম নামের ১ ব্যক্তি একই বাড়ির শাওন ও মানিকের কাছে অর্থ সহায়তা চান। এ নিয়ে প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও পরে মারামারি হয়। এ ঘটনায় আজিম আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ২৯ জুন আদালতে একটি মামলা দায়ের করেন।
এর কয়েকদিন পর শাওনের ভাইয়ের স্ত্রী জান্নাত আক্তার আহত হওয়ার অভিযোগ তুলে আজিমের ছোট ভাই আরাফাতের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় পাল্টা অভিযোগ করেন।
তবে আজিমের দাবি, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না, যা মোবাইলে ধারণ করা ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের কথায়ও প্রমাণ পাওয়া গেছে।
এদিকে থানায় শাওনের ভাইয়ের স্ত্রী জান্নাতের করা অভিযোগে অসামঞ্জস্যতা রয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা মত প্রকাশ করেছেন। জান্নাতের চিকিৎসা সংক্রান্ত তথ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। কেউ বলছেন, তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন; আবার কেউ বলছেন, তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন ও মানিক মাদক সেবনে অভ্যস্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় নেতিবাচক প্রভাব বিস্তার করে চলেছেন। আজিম তাদের এসব কর্মকাণ্ডে বাধা দিতেন বলেই তার ওপর হামলা হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, এ বিষয়ে তারা অবগত এবং দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ তদন্তাধীন।
ফরিদগঞ্জ থানার ওসি জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
এসডি/এএ