Logo

সারাদেশ

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:২৬

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে রাস্তার পাশে পড়ে থাকা এক অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) সকালে পৌরসভার কালামপুর এলাকার সাহেবাবাদগামী চার রাস্তার মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় অর্ধনগ্ন মরদেহটি পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির উরু ও পেটের অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় যুবকটিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ আইনগত সব ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

  • মো. দেলোয়ার/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর