তরুণীর প্রেমে সংসার ছাড়লেন ৪ সন্তানের জননী, ৯ দিন পর উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৪২

তরুণীর প্রেমে পড়ে চার সন্তান ও স্বামীকে ছেড়ে ঢাকায় চলে যান এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে প্রেম, এরপর একসঙ্গে থাকার সিদ্ধান্ত—সবই ঘটে কয়েক মাসের ব্যবধানে। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামের প্রবাসীর স্ত্রী কল্পনা খাতুনের সঙ্গে গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর ফেসবুকে পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় রূপ নেয় প্রেমে। প্রেমের টানে কল্পনা খাতুন গোপনে বাড়ি ছাড়েন। প্রায় ৯ দিন আগে তিনি ঢাকায় চলে যান এবং সেখানে ওই তরুণীর সঙ্গে এক বাসায় থাকেন।
এদিকে, গৃহবধূর খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবার। পরে তারা শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৮ জুলাই) বিকালে কৌশলে তাদের থানায় আনা হয়। পরদিন সকালে দুই পরিবারের সদস্যরা থানায় আসেন। সেখানে দুজনের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর উভয়পক্ষকে বোঝানো হয়। শেষে মীমাংসার মাধ্যমে দুইজনকে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা প্রযুক্তির সহায়তায় তাদের ঢাকার একটি বাসা থেকে উদ্ধার করি। পরে দুই পরিবারকে ডেকে সমঝোতা করে উভয়কে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পরিবারের পক্ষ থেকে আপাতত আর কোনো অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।
- এম বুরহান উদ্দীন/এটিআর