Logo

সারাদেশ

কক্সবাজার সৈকতে ভেসে এল আরও এক চবি ছাত্রের মরদেহ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৫২

কক্সবাজার সৈকতে ভেসে এল আরও এক চবি ছাত্রের মরদেহ

নিহত আসিফ আহমেদ | ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল একই ঘটনায় আরেক চবি শিক্ষার্থী সাদনান রহমান সাবাব (২১) পানিতে ডুবে মারা যান। এখনো নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র (২২)।

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সমিতি পাড়া উপকূলে আসিফ আহমেদের মরদেহ ভেসে আসে। পরে তা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

নিহত আসিফ আহমেদ বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

কক্সবাজার বীচ কর্মীদের ইনচার্জ মাহবুব জানান, গতকাল হিমছড়ি পয়েন্ট এলাকায় তিন বন্ধু গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায়। ওই ঘটনায় সাদনান রহমান সাবাবের মৃত্যু হয়। আজ সকালে আসিফের মরদেহ পাওয়া গেছে। তবে একজন শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে।

পুলিশ ও স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত মরদেহ উদ্ধার কক্সবাজার সৈকত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর