
দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র নবগঠিত সিলেট মহানগর কমিটির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা আজ (বুধবার, ৯ জুলাই)। বিকেল ৩টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে অনুষ্ঠান সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মহানগর কমিটির নেতৃবৃন্দ।
আয়োজক সূত্রে জানা গেছে, নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের পরিচিতি এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েই মূলত এ সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন কমিটির শীর্ষ নেতারা।
এদিকে, মঙ্গলবার (৮ জুলাই) রাতে সভাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের খতিব হাফিজ মাওলানা শায়খ আসজাদ আহমদ।
তার সঙ্গে ছিলেন সহসাংগঠনিক সম্পাদক মুফতি রশিদ আহমদ, মাওলানা নিয়ামাতুল্লাহ খাসদবিরি ও সহঅর্থসম্পাদক মুফতি কয়েস আহমদ প্রমুখ।
- রেজাউল হক ডালিম/এটিআর