Logo

সারাদেশ

বগুড়ায় গভীর রাতে হাত-পা বেঁধে শ্বশুর ও গৃহবধূ খুন

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৪:৫৬

বগুড়ায় গভীর রাতে হাত-পা বেঁধে শ্বশুর ও গৃহবধূ খুন

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হত্যা, মালামাল লুট। ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডপ গ্রামে চাঞ্চল্যকর এক জোড়া খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।

বুধবার (৯ জুলাই) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।

নিহতরা হলেন- আলহাজ্ব আফতাব হোসেন (৭০) ও তার বড় ছেলের স্ত্রী রিভা আক্তার (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আফতাব হোসেন তার বড় ছেলে শাহজাহান হোসেনের স্ত্রী ও নাতনিকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। শাহজাহান দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। ঘটনার রাতে খাওয়ার পর সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে। এরপর আফতাব হোসেন ও রিভাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যায় রিভার পাঁচ বছর বয়সী মেয়ে নালিয়া খাতুন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা আফতাবকে দড়ি দিয়ে ও রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার পর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

জুয়েল হাসান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর