Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে পরিত্যক্ত কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৫:৩৩

মুন্সীগঞ্জে পরিত্যক্ত কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে পরিত্যক্ত কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার। ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত একটি কক্ষ থেকে মো. ইয়াসিন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত মো. ইয়াসিন ভোলার আলকী গ্রামের বাবুল হোসেনের ছেলে। তিনি পরিবারসহ মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। জানা গেছে, ইয়াসিন ঢাকার মোহাম্মদপুরে একটি বিস্কুট কারখানায় কাজ করতেন। তিনি গত বৃহস্পতিবার মুন্সীগঞ্জে আসেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ইয়াসিন মানসিকভাবে কিছুটা দুর্বল ছিলেন। তার বোন সোনিয়া জানান, ‘ও একটু কম বুঝতো।’ আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে সকাল ১১টার দিকে তার নিথর দেহ পরিত্যক্ত কক্ষ থেকে উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের কারণে মৃত্যু হতে পারে। ছেলেটি মানসিকভাবে দুর্বল ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আবু সাঈদ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর