Logo

সারাদেশ

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৫:৫৩

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত।

গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।

বুধবার (৯ জুলাই) ভোর ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। লাগাতার এ বর্ষণে নোয়াখালী পৌর শহরসহ আশপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পৌর শহরের স্টেডিয়াম পাড়া, জেলখানা সড়ক, ফকিরপুর, হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর, হাউজিং, মাস্টারপাড়া ও উকিলপাড়া এলাকার রাস্তাগুলো হাঁটুপানি ডুবে গেছে। এসব এলাকার অনেক নিচতলার ঘর ও কাঁচা ঘরেও পানি ঢুকে পড়েছে, ফলে পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

পৌর শহরের স্টেডিয়াম পাড়া, জেলখানা সড়ক এলাকা, ফকিরপুর, হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর, হাউজিং, মাস্টারপাড়া, উকিলপাড়াসহ প্রায় সব এলাকার সড়কগুলোতে হাঁটু ছুঁইছুঁই পানি জমেছে।

এছাড়া এসব এলাকার নিচতলা ও কাঁচা ঘরগুলোতে পানি ঢুকে গেছে। ফলে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। চলতি বর্ষায় শহরের বেশিরভাগ সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় রাস্তাগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

এদিকে, গতকাল মঙ্গলবার রাতে এক মৌখিক আদেশে সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জসহ মোট চারটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের চলমান অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

জলাবদ্ধতার কারণে শিক্ষা কার্যক্রমেও প্রভাব পড়েছে। মঙ্গলবার রাতে এক মৌখিক আদেশে সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

এভাবে টানা বৃষ্টি হতে থাকলে নোয়াখালী পৌর শহরের পাশাপাশি সদর, কবিরহাট, বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ীতেও গত বছরের মতো স্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রফিকুল ইসলাম জানান, আগামী আরও ৩-৪ দিন এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর