চট্টগ্রামে অবৈধ গ্যাস কারখানায় যৌথবাহিনীর অভিযান, জব্দ ৫১২ সিলিন্ডার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৫:৫৬
-686e3ce6f2eb4.jpg)
ছবি : প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত একটি গ্যাস ক্রস ফিলিং কারখানা থেকে ৫১২টি গ্যাস সিলিন্ডার ও বিপুল পরিমাণ ফিলিং সরঞ্জাম জব্দ করেছে যৌথবাহিনী।
বুধবার (৯ জুলাই) দিনগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ নাইতপাড়ায় এ অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনী ।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটির মালিক চন্দনাইশ উপজেলার আবদুর রহিম। তিনি দীর্ঘদিন ধরে গোপনে গ্যাস সিলিন্ডার পুনরায় ভরে বাজারজাত করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি সীমান্তবর্তী পটিয়ার মুজাফরাবাদ এলাকায় কারখানাটি গড়ে তোলেন।
অভিযানে পুরাতন ও ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ৫১২টি গ্যাস সিলিন্ডার ছাড়াও গ্যাস ফিলিংয়ের হাই-প্রেশার মেশিন, হোস পাইপ, ও অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কারখানার মালিক ও কোনো কর্মচারীকে আটক করা সম্ভব হয়নি।
পটিয়া থানার এসআই এসআই সমীর ভট্টাচার্য বলেন, “অভিযানটি ছিল সম্পূর্ণ গোপনীয় এবং তাৎক্ষণিক। সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হলেও, থানা পুলিশের একটি দল পুরো সময় মাঠে ছিল।”
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইমরান হোসেন মুন্না/এএ