Logo

সারাদেশ

দিরাইয়ের আ.লীগ নেতা প্রদীপ রায় আটক

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:০২

দিরাইয়ের আ.লীগ নেতা প্রদীপ রায় আটক

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রদীপ রায়কে সিলেট নগরী থেকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) রাত আড়াইটার দিকে সিলেটের সুবিদবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে আটক প্রদীপ রায়কে পুলিশ হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে, তাকে সেখানে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দিরাইয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষের দুটি ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর