Logo

সারাদেশ

টানা বৃষ্টিতে চাঁদপুরে জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:০৫

টানা বৃষ্টিতে চাঁদপুরে জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরে টানা দুইদিনের বৃষ্টিতে শহর ও গ্রামীণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৮ জুলাই) রাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাত বুধবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। শহরের নিচু এলাকাগুলোর রাস্তায় হাঁটুসমান পানি জমে আছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজিরপাড়া, পালপাড়া, আলিমপাড়া ও রহমতপুর কলোনি এলাকায় জলাবদ্ধতা বেশি।

ব্যবসায়ী বেলাল হোসাইন জানান, দোকানের সামনে পানি জমে থাকায় ক্রেতা আসছে না। মিশন রোডের বাসিন্দা আলম খান বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুররা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।

জেলার শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলাতেও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এদিকে যাত্রী সংকটে লঞ্চ চলাচলেও বিঘ্ন ঘটছে। যাত্রী না থাকায় ঢাকাগামী লঞ্চ ২-৩ ঘণ্টা বিলম্বে ছেড়ে যাচ্ছে।

চাঁদপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সকাল ৬টা পর্যন্ত ১২৩ মিলিমিটার এবং সকাল ৯টা পর্যন্ত ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া ঝড় ও বৃষ্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর