Logo

সারাদেশ

বৃষ্টিতে কর্দমাক্ত ভাঙ্গা বাজার, চলাচলে ভোগান্তি

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:০৯

বৃষ্টিতে কর্দমাক্ত ভাঙ্গা বাজার, চলাচলে ভোগান্তি

ছবি : বাংলাদেশের খবর

টানা বৃষ্টিতে ফরিদপুরের ভাঙ্গা পৌর বাজারের অভ্যন্তরীণ সড়কগুলো কর্দমাক্ত হয়ে পড়েছে। কাদা ও গর্তে ভরা সড়কগুলোতে চলাচল হয়ে উঠেছে কঠিন।

বুধবার (৯ জুলাই) দুপুরে বাজার এলাকা ঘুরে দেখা গেছে, ঈদগাহ মোড় থেকে মনোহরপট্টি, থানা সংযোগ সড়ক এবং মেইন রোডজুড়ে কাদা জমে আছে। এতে করে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, শিক্ষার্থী, ভ্যানচালক ও সাধারণ পথচারীরা।

স্থানীয় ব্যবসায়ী মো. হাসান বলেন, ‘বৃষ্টি হলে দোকান খোলা রাখা যায় না, সামনে হাঁটাও যায় না।’

অন্য ব্যবসায়ী ফিরোজ ভূঁইয়া জানান, ‘কাদার কারণে দোকানে ক্রেতা আসতে চায় না, ব্যবসা মারাত্মকভাবে ব্যাহত হয়।’

ভাঙ্গা কেএম কলেজের শিক্ষার্থী ইমন বলেন, ‘প্রতিদিন স্কুলে যেতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়।’
ভ্যানচালক জয়নাল শেখ জানান, কাদায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে, গর্তে পড়ে চাকা আটকে যায়।

বাজারে আসা ক্রেতা মোরসালিন আহমেদ বলেন, ‘জরুরি জিনিসপত্র কিনতে এলেও কাদা-ময়লা ও দুর্ঘটনার আশঙ্কায় এখন আর বাজারে আসতে ইচ্ছা করে না।’

ভাঙ্গা বাজার বণিক সমিতির সদস্য আলম মুন্সী জানান, ‘বর্ষা এলেই বাজারের সড়ক কর্দময় হয়ে পড়ে। পৌরসভায় বহুবার জানালেও কাজের কাজ কিছু হয়নি।’

মোসলেউদ্দিন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর