Logo

সারাদেশ

ঝিনাইদহে প্রথমবারের মতো এনসিপির সমাবেশ আজ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:১৩

ঝিনাইদহে প্রথমবারের মতো এনসিপির সমাবেশ আজ

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা পর্যায়ের সমাবেশ হতে যাচ্ছে। বুধবার (৯ জুলাই) বিকালে জেলা শহরের পায়রা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান জানান, এনসিপির কেন্দ্রীয় নেতারা বর্তমানে মেহেরপুরে অবস্থান করছেন। সেখান থেকে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পথসভা করে দুপুরের পর ঝিনাইদহে পৌঁছাবেন।

সমাবেশকে ঘিরে শহরের বিভিন্ন মোড়ে নেতৃবৃন্দের ছবি সংবলিত ব্যানার, পোস্টার ও তোরণ সাঁটানো হয়েছে। পায়রা চত্বরে তৈরি করা হয়েছে মঞ্চ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস ইসলাম, ডা. তাসনীম জারা এবং ঝিনাইদহের কৃতি সন্তান ও যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

সমাবেশ শেষে নেতারা শৈলকুপায় ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ নিহত সাব্বিরের বাড়ি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা এবং রাতের দিকে হরিণাকুণ্ডুতে আরেকটি পথসভায় অংশ নেবেন বলে জানানো হয়েছে।

শহরে মোটরসাইকেল শোভাযাত্রা ও ব্যানার-পোস্টারসহ বিভিন্ন প্রস্তুতি চলছে। নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সমাবেশ জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর