Logo

সারাদেশ

জলাবদ্ধতায় বিপর্যস্ত রূপগঞ্জের জনজীবন, অনাবাদে শত শত হেক্টর জমি

কার্যকর উদ্যোগের দাবি এলাকাবাসীর

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:২৫

জলাবদ্ধতায় বিপর্যস্ত রূপগঞ্জের জনজীবন, অনাবাদে শত শত হেক্টর জমি

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাল দখল, পানি নিষ্কাশনের অভাব ও অতিবৃষ্টির ফলে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। এতে ভোগান্তিতে পড়েছে দুই পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের প্রায় ১২ হাজার পরিবার।

সরেজমিনে দেখা যায়, ভুলতা-গোলাকান্দাইল, কাঞ্চন, তারাবো, মুড়াপাড়া, কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের অন্তত ৪০টি গ্রামে দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতা বিরাজ করছে। এসব এলাকায় প্রায় ৩৬ হাজার বিঘা কৃষিজমির মধ্যে প্রায় ৭০ শতাংশই অনাবাদি পড়ে আছে।

স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, সরকারি খালগুলো দখল হয়ে যাচ্ছে—কখনও পাকা স্থাপনা, কখনও বালুর গদি বা কারখানার দখলে। এতে বাধাপ্রাপ্ত হচ্ছে পানি চলাচল, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে শুধু কৃষিই নয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে।

কৃষক ও বাসিন্দাদের অভিযোগ, সরকারের অধিগ্রহণ করা খাল ও জলাশয় দখলমুক্ত করতে কার্যকর কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও দীর্ঘমেয়াদি কোনো সমাধান আসেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সরকারি খাল ও খাসজমি উদ্ধারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। ইতোমধ্যে কিছু এলাকা উদ্ধার করা হয়েছে, কার্যক্রম চলমান রয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর