জলাবদ্ধতায় বিপর্যস্ত রূপগঞ্জের জনজীবন, অনাবাদে শত শত হেক্টর জমি
কার্যকর উদ্যোগের দাবি এলাকাবাসীর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:২৫
-686e43a533514.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাল দখল, পানি নিষ্কাশনের অভাব ও অতিবৃষ্টির ফলে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। এতে ভোগান্তিতে পড়েছে দুই পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের প্রায় ১২ হাজার পরিবার।
সরেজমিনে দেখা যায়, ভুলতা-গোলাকান্দাইল, কাঞ্চন, তারাবো, মুড়াপাড়া, কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের অন্তত ৪০টি গ্রামে দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতা বিরাজ করছে। এসব এলাকায় প্রায় ৩৬ হাজার বিঘা কৃষিজমির মধ্যে প্রায় ৭০ শতাংশই অনাবাদি পড়ে আছে।
স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, সরকারি খালগুলো দখল হয়ে যাচ্ছে—কখনও পাকা স্থাপনা, কখনও বালুর গদি বা কারখানার দখলে। এতে বাধাপ্রাপ্ত হচ্ছে পানি চলাচল, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে শুধু কৃষিই নয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে।
কৃষক ও বাসিন্দাদের অভিযোগ, সরকারের অধিগ্রহণ করা খাল ও জলাশয় দখলমুক্ত করতে কার্যকর কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও দীর্ঘমেয়াদি কোনো সমাধান আসেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সরকারি খাল ও খাসজমি উদ্ধারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। ইতোমধ্যে কিছু এলাকা উদ্ধার করা হয়েছে, কার্যক্রম চলমান রয়েছে।’
এআরএস