Logo

সারাদেশ

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, যুবকের কারাদণ্ড

Icon

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:৪৬

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, যুবকের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি উপজেলা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন ঠেকাতে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গারো পাহাড়ঘেঁষা নদী ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

অভিযানে অবৈধভাবে বালু পরিবহনের সময় নুর মোহাম্মদ (২০) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তিনটি ট্রলি ও একটি বালুবোঝাই মাহিন্দ্র ট্রাক জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবককে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, চলতি বছরের ৮ এপ্রিল এক সরকারি প্রজ্ঞাপনে শেরপুর জেলার সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপরও কিছু প্রভাবশালী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর