সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ লালমোহন শহরবাসী

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:৫১
-686e49ac42e16.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ভোলার লালমোহন প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখন পর্যন্ত নিজস্ব কোনো বর্জ্য ফেলার নির্ধারিত জায়গা নেই। ফলে পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ময়লা ফেলে আসছে।
বর্তমানে ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাড সংলগ্ন মঙ্গল সিকদার মহাসড়কের পাশে। যেখানে প্রতিদিন প্রচুর যানবাহন ও পথচারীর চলাচল হয়।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে স্তূপ করে রাখা ময়লার দুর্গন্ধে পথচারীরা নাক-মুখ চেপে পার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, দুর্গন্ধের কারণে বাসাবাড়িতে টেকা দুষ্কর হয়ে উঠেছে। দুর্ঘটনার কথাও জানিয়েছেন কেউ কেউ, কারণ ময়লা খেতে আসা কুকুর সড়কে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।
স্থানীয় বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, ‘ময়লার দুর্গন্ধে মাঝে মাঝে মনে হয় এলাকা ছেড়ে চলে যাই।’
এক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ইউসুফ জানান, ‘হঠাৎ কুকুরের আঘাতে পড়ে গিয়ে আমার হাত-পা জখম হয়।’
লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ‘ময়লা ফেলার জন্য জমি কেনার প্রক্রিয়া চলছে। জনদুর্ভোগ হলে ওই স্থান থেকে ময়লা সরিয়ে নেওয়া হবে।’
পরিবেশ অধিদপ্তরের ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া বলেন, ‘পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার নিজস্ব জায়গা থাকা উচিত। চলাচলকারী সড়কের পাশে ময়লা ফেলা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।’
এআরএস