Logo

সারাদেশ

খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন শেফালিকা ত্রিপুরা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৭:১০

খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন শেফালিকা ত্রিপুরা

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।

বুধবার (৯ জুলাই) জেলা পরিষদ সম্মেলন কক্ষে দশম অন্তর্বর্তী পরিষদের এই সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকালে শেফালিকা ত্রিপুরা বলেন, ‘খাগড়াছড়ির উন্নয়নে জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি চাই এই পরিষদ দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি উন্নয়নমুখী প্রতিষ্ঠান হিসেবে কাজ করুক। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল মাহফুজ, পরিষদের অন্যান্য সদস্য, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ছোটন বিশ্বাস/এআরএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর