Logo

সারাদেশ

পানির নিচে ফেনী শহরের প্রধান সড়কসহ অলিগলি, পরীক্ষা স্থগিত

Icon

এম. এমরান পাটোয়ারী, ফেনী

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৭:১৭

পানির নিচে ফেনী শহরের প্রধান সড়কসহ অলিগলি, পরীক্ষা স্থগিত

টানা বর্ষণে ফেনী শহরের প্রধান প্রধান সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতা। ছবি : বাংলাদেশের খবর

টানা বর্ষণে ফেনী শহরের প্রধান প্রধান সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত শহরের শাহীদ শহীদুল্লা কায়সার সড়কে ২-৩ ফুট পানি জমে থাকতে দেখা গেছে। এতে রিকশা ও সিএনজিতে চলাচলে বিপাকে পড়ছে সাধারণ মানুষ।

শহরের সমবায় সুপার মার্কেট, শহর পুলিশ ফাঁড়ি, হায়দার হাসপাতাল সড়ক, এসি মার্কেটের সামনের অংশ, পুলিশ কোয়ার্টার মোড়, পানি উন্নয়ন বোর্ড, স্টার লাইন বাস টার্মিনাল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এলাকায়ও পানির নিচে রয়েছে রাস্তাঘাট। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, সোমবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিতে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৩৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতা দেখা দিয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতা টিমের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় পানি সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে অতিরিক্ত বৃষ্টিতে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন সড়কে পানি উঠে পড়েছে। এমনকি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বন্যা জনদুর্ভোগ আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর