Logo

সারাদেশ

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৭:২৬

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১০ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন।

অভিযানকালে জুয়ার সরঞ্জাম, ১৫ হাজার ৫২৪ টাকা নগদ, ১০টি মোবাইল ফোন ও স্বল্প পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর