-686e53023f419.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পাবনার সুজানগরে ভেজালবিরোধী অভিযান ও বাজারমূল্য নিয়ন্ত্রণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চালের অতিরিক্ত মূল্য ও ভাউচারবিহীন বিক্রির দায়ে ‘বিশ্বনাথ’, ‘হায়াত চাউল ঘর’ ও ‘শামিম ট্রেডার্স’কে ৬ হাজার টাকা, ‘ভাই ভাই রাইস মিল’-কে ১০ হাজার টাকা, অপর একটি চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘সাহা অ্যান্ড ব্রাদার্স’-কে কেজিপ্রতি ৫ টাকা বেশি নেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ‘আলম হোটেল’কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, বাজারে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআরএস