ইসলামপুরে নদীভাঙন রোধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৮:২৭
-686e6027a7134.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জামালপুরের ইসলামপুর উপজেলার কটাপুর বাজার থেকে কোদাল ধোঁয়া, রাজারপুর রায়েরপাড়া হয়ে আইড়মারী পর্যন্ত যমুনা নদীর দক্ষিণ পয়েন্টে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা।
বুধবার (৯ জুলাই) দুপুরে কোদাল ধোঁয়া ঘাট এলাকায় নদীভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেন কটাপুর, কোদাল ধোঁয়া, রাজারপুর, রায়েরপাড়া ও জিগাতলা গ্রামের শত শত মানুষ।
বক্তব্য রাখেন বকুল খান, মাসুদ মাস্টার, শহিদ মণ্ডল ও হামিদুল ইসলাম। তারা বলেন, প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যমুনার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে ঘরবাড়ি, শত শত একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে ৫টি গ্রামের অন্তত ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ২টি ঈদগাহ মাঠ, ব্রিজ-কালভার্ট ও অসংখ্য পরিবার।
মানববন্ধনে এলাকাবাসী দ্রুত ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এআরএস