Logo

সারাদেশ

উত্তাল সমুদ্র, মৃত্যুর পরও কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৮:৩৩

উত্তাল সমুদ্র, মৃত্যুর পরও কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

ছবি : বাংলাদেশের খবর

টানা বৃষ্টিপাত ও সতর্ক সংকেতের মধ্যে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকত। তীব্র ঢেউ ও শক্তিশালী জোয়ারের কারণে উপকূলীয় এলাকায় পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ফুট বেড়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল থেকে বৃষ্টির মধ্যেও সৈকতের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে পর্যটকদের ভিড়। অনেকে লাইফ গার্ডদের সতর্কতা উপেক্ষা করে সাগরে নেমে যাচ্ছেন।

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গোসল করতে নেমে প্রাণ হারান, নিখোঁজ হন আরও দুজন। আজ এক ব্যক্তির মৃতদেহ সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে।

লাইফ গার্ড কর্মী মুহিবুল ইসলাম বলেন, ‘সাগর এখন অত্যন্ত উত্তাল। বারবার নিষেধ করার পরও কিছু পর্যটক সমুদ্রে নেমে বিপদে পড়ছেন।’

টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ‘পর্যটকদের নিরাপদে রাখতে আমাদের টহল অব্যাহত রয়েছে। যারা নিষেধ না মেনে সমুদ্রে নামছেন, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।’

পর্যটক সুমেন বড়ুয়া বলেন, ‘বৃষ্টির দিনে সমুদ্র অনেক সুন্দর। আমি প্রতিবছর বর্ষায় এখানে আসি। তবে এখনকার পরিস্থিতি একটু ভিন্ন।’

আরেক পর্যটক দম্পতি আমিনুর ও সামিয়া জানান, ‘আমরা নাটোর থেকে এসেছি। আবহাওয়া এমন হবে জানলে যাত্রা বাতিল করতাম।’

এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা ভারী বৃষ্টিতে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কক্সবাজার সৈকত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর