Logo

সারাদেশ

গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ শুরু

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৮:৩৬

গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ শুরু

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণকাজ শুরু হয়েছে। বুধবার (৯ জুলাই) পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ।

এ সময় নির্মাণ কাজের সূচনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। গণপূর্ত বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে।

জেলা প্রশাসক বলেন, ‘জুলাইয়ের বীর শহীদদের স্মরণে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে, যাতে নতুন প্রজন্ম তাঁদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করতে পারে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর