খাগড়াছড়ি জেলা পরিষদ
সাবেক চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার কক্ষে মিলল ৮ লক্ষাধিক টাকা

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৮:৪৯
-686e65666c6c7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার অফিস কক্ষ থেকে ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পরিষদ কর্তৃপক্ষ।
বুধবার (৯ জুলাই) দুপুরে নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা দায়িত্ব গ্রহণের পরপরই পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুরোনো চেয়ারম্যানের কক্ষ পরিদর্শন করেন। এ সময় একটি ড্রয়ার খুলতেই এই নগদ টাকার সন্ধান পাওয়া যায়।
খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল মাহফুজ বলেন, ‘টাকাগুলো গণনার পর দেখা যায় মোট ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা রয়েছে। টাকা উদ্ধারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’
টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নতুন চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, ‘আমরা বিষয়টি আইনানুগভাবে নিচ্ছি। টাকার উৎস সম্পর্কে খোঁজ নেওয়া হবে।’
এ ঘটনায় পরিষদ ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, এত টাকা চেয়ারম্যানের ড্রয়ারে কীভাবে এল।
এর আগে গত শনিবার খাগড়াছড়ি জেলা পরিষদের ১৪ জন সদস্য সাবেক চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য ও ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে পার্বত্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন। এরপর মন্ত্রণালয় তাকে দায়িত্ব পালনে বিরত থাকতে নির্দেশ দেয়।
পরবর্তী সময়ে সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এআরএস