চরফ্যাসনে মাকে মারধরের অভিযোগ স্কুল শিক্ষক ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৮:৫৬
-686e67bc23ad1.jpg)
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ভোলার চরফ্যাসনের দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নে সম্পত্তির জন্য মাকে মারধরের অভিযোগে স্কুল শিক্ষক ছেলে ও তার স্ত্রীকে আসামি করে আদালতে মামলা করেছেন মা বিবি ফাতেমা।
বুধবার (৯ জুলাই) চরফ্যাসন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলায় বিবি ফাতেমা ছেলে মো. মাকসুদ মোল্লা ও তার স্ত্রী মোসা. কহিনুর বেগমকে আসামি করেছেন।
আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা অভিযোগটি আমলে নিয়ে আসামিদের আগামী ২৮ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত মাকসুদ মোল্লা শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তার স্ত্রী একই প্রতিষ্ঠানের শিক্ষক।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ছয় সন্তানের মধ্যে বড় ছেলে মাকসুদই ছিল মায়ের সবচেয়ে ভরসার জায়গা। তিনিই একমাত্র লেখাপড়া করে চাকরির সুযোগ পেয়েছেন। কিন্তু তিনি চাকরি পাওয়ার পর থেকেই সম্পত্তি আত্মসাতের চেষ্টা ও পিতা-মাতার ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালাতে থাকেন।
সম্প্রতি মাকসুদ ও তার স্ত্রী কহিনুরসহ বহিরাগত কয়েকজন মিলে সম্পত্তি দখল করতে এসে ছোট ভাই সফিককে মারধর করে। এ সময় তাকে রক্ষায় এগিয়ে আসলে মা বিবি ফাতেমাকেও মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে স্কুল শিক্ষক ছেলে মো. মাকসুদ মোল্লা ও তার স্ত্রী মোসা. কহিনুর তাদের বিরুদ্ধে আদালতে দায়ের করা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। আর মাকে নির্যাতনের তথ্য সঠিক নয় বলে জানান।
মামলার আইনজীবী এডভোকেট মাইনুল ইসলাম নাবিল সরমান জানান, পিতা-মাতার ভরণ-পোষণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত আসামিদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
এম এ ফাহিম/এআরএস