-686e6a4bf254c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পাবনার সুজানগরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে সুজানগর পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুজানগর উপজেলা ও পৌর বিএনপির মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বাজার এলাকায় উভয় পক্ষের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।
সংঘর্ষে গুরুতর আহত শমসের আলী (৩২) কে পাবনা সদর হাসপাতালে এবং সবুজ হোসেন (৩০) কে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উভয়ের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
এআরএস