Logo

সারাদেশ

সাভারে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলায় আহত ভূমি কর্মকর্তা

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৯:২০

সাভারে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলায় আহত ভূমি কর্মকর্তা

ছবি : বাংলাদেশের খবর

সাভারে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের এক কর্মকর্তা। এতে গুরুতর আহত হয়েছেন ফুলবাড়িয়া তহশিলের সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বুধবার (৯ জুলাই) দুপুরে সাভারের শ্যামলাসি কলাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনুটিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসাধীন।

সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম জানান, সরকারি খাসজমি উদ্ধারে নোটিশ দিতে গেলে ৭ সদস্যের একটি দলকে স্থানীয় দখলদার গোষ্ঠী হামলা করে। হামলাকারীরা জাহাঙ্গীর আলমকে ঘিরে ধরে মাথায় ইট দিয়ে আঘাত করে এবং সারা শরীরে মারধর করে। অন্য কর্মকর্তারা পালিয়ে রক্ষা পান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিরাজুর রেহান পাভেল জানান, আহত জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক। জরুরি ভিত্তিতে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন। তবে হামলায় জড়িত কেউ এখনো গ্রেপ্তার হয়নি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর