যমজ কন্যা সন্তানকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার মায়ের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৯:৩৭
-686e70b48aeda.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জের শ্রীনগরে যমজ দুই কন্যা সন্তানকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করেছেন মা শান্তা বেগম।
বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান জানান, নিহত শিশুদের চাচা আলামিন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার শান্তাকে আদালতে উপস্থাপন করলে তিনি দায় স্বীকার করেন।
জানা গেছে, দুই বছর আগে বিবন্দী গ্রামের দিনমজুর সোহাগ শেখের সঙ্গে শান্তার বিয়ে হয়। চলতি বছরের পাঁচ মাস আগে তাদের যমজ কন্যাসন্তান জন্ম নেয়। সন্তান জন্মের পর থেকেই দাম্পত্য কলহ বেড়ে যায়। কিছুদিন বাবার বাড়িতে থাকার পর গত সপ্তাহে স্বামীর বাড়িতে ফেরেন শান্তা।
সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে ঘরে হট্টগোল শুনে প্রতিবেশীরা এসে জানতে পারেন, শান্তা তার দুই শিশু লামিয়া ও সামিহাকে ঘরের পেছনের পুকুরে ফেলে দিয়েছেন। স্থানীয়রা শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শান্তার এমন স্বীকারোক্তিতে হতবাক স্থানীয়রা। আদালতে জবানবন্দি শেষে শান্তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
এআরএস