সরাইলে মাদরাসাছাত্রী ময়না হত্যা
ইমাম-মোয়াজ্জেম রিমান্ডে, তদন্তে নতুন মোড়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৯:৫৯
-686e75b26bcb0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদরাসাছাত্রী মাইমুনা আক্তার ময়না (১১) হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্তে নতুন মোড় এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বুধবার (৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল আলম শুনানি শেষে ইমাম হামিদুল ইসলামকে তিন দিনের ও মোয়াজ্জেম সাইদুল ইসলামকে দুই দিনের রিমান্ডে প্রেরণের আদেশ দেন।
এর আগে গত শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ময়না। পরদিন সকালে স্থানীয় একটি মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে নির্যাতনের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার আশঙ্কা করা হচ্ছে।
সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, ‘রিমান্ডে পেয়ে তথ্য উদ্ধারের চেষ্টা করছি। তদন্তে অগ্রগতি হয়েছে, দ্রুতই রহস্য উদঘাটন সম্ভব হবে।’
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘নৃশংস এই হত্যার বিচার নিশ্চিত করতে কাজ করছি। পরিবার যেন ন্যায়বিচার পায়, তা আমরা নিশ্চিত করব।’
এদিকে রিমান্ডের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের নেতারা সরজমিনে গিয়ে পরিবার ও থানার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বলেন, ‘তদন্তকে ঘোলাটে করা যাবে না। নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়।’
ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিশু শিক্ষার্থীরা স্কুলে যেতে ভয় পাচ্ছে। ইতোমধ্যে এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে।
এআরএস