Logo

সারাদেশ

খুলনায় এনসিপির পদযাত্রা শুক্রবার

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২০:৪৪

খুলনায় এনসিপির পদযাত্রা শুক্রবার

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ আগামী শুক্রবার (১১ জুলাই) খুলনায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নগরীর শিববাড়ি মোড় ও খালিশপুর পিপলস মোড়ে পথসভা আয়োজনের পাশাপাশি বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাচ্ছেন নেতাকর্মীরা।

বুধবার (৯ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এনসিপির খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে পৃথক দুই সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে জানানো হয়, ১১ জুলাই জুমার নামাজ শেষে কেন্দ্রীয় নেতারা খুলনায় পথসভায় যোগ দেবেন। বিকাল ৫টায় শিববাড়ি মোড়ে এবং সন্ধ্যা ৭টায় পিপলস মোড়ে পথসভা হবে। পরে চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত হবে পদযাত্রা ও গণসংযোগ।

জেলা কমিটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাহফুজুল হোসেন ফয়জুল্লাহ।

তিনি বলেন, `গত বছরের জুলাই-আগস্টে শিববাড়ি মোড় থেকে যেভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, এবারও সেখান থেকেই নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেওয়া হবে।'

তিনি আরও জানান, এবারের কর্মসূচিতে ২০ থেকে ২৫ হাজার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে জেলা এনসিপি। কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রচার সেলের আহ্বায়ক ডা. মো. আব্দুল্লাহ চৌধুরী, সৈয়দ আবু ওয়াহিদ অনি, রুমি রহমান, এম সাইফুল ইসলাম, সানজিদা আফরিন আখি, জয় বৈদ্য প্রমুখ।

মহানগর সংগঠকদের ব্যানারে আয়োজিত অন্য সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আহম্মদ হামীম রাহাত। তিনি বলেন, `১১ জুলাইয়ের পদযাত্রা সফল করতে মহানগরের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। জনতার ঐক্যই এনসিপির শক্তি।'

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি নির্বাচন সমাবেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর