মির্জাপুরে ডিবি পরিচয়ে চালককে মারধর, অটো ছিনতাই

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২০:৫০
-686e81a001de6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের মির্জাপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে অটোরিকশা চালক ফিরোজ মিয়াকে মারধর করে অটোরিকশা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার পোষ্টকামুরী মধ্যপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকালে ভুক্তভোগী ফিরোজ মিয়া মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফিরোজ সকালে কুতুববাজার থেকে এক যাত্রী নিয়ে বাইপাস বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে পোষ্টকামুরী মধ্যপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার থেকে তিনজন ব্যক্তি নেমে তার গতিরোধ করে।
তাদের একজনের হাতে পিস্তল, একজনের কাছে ওয়্যারলেস ও আরেকজনের হাতে ছিল হ্যান্ডকাফ। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা ফিরোজ ও যাত্রীকে গাড়িতে তুলে নেয়। একপর্যায়ে ফিরোজকে মারধর করে তার মোবাইল ফোন এবং পকেটে থাকা ১০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ফিরোজের অটোরিকশাটি অন্য একজন নিয়ে যায়।
পরে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে গিয়ে তাকে গাড়ি থেকে ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
রাব্বি ইসলাম/এআরএস