চুয়াডাঙ্গা সীমান্তে ২৪ লাখ টাকার ভারতীয় রুপা জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২০:৫৭
-686e8374c4cdf.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুচির বটতলা এলাকায় অভিযানটি চালায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুন্সিপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের দিকনির্দেশনায় হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়।
বিকেল ২টার দিকে সীমান্ত পিলার ৯৩/৪-আর থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক একটি যাত্রীবিহীন ইজিবাইক দেখতে পায় তারা।
ইজিবাইক থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যায়। পরে ইজিবাইকে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি প্যাকেটের ভেতর লুকানো অবস্থায় ৯ কেজি ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রুপার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৬৯ হাজার টাকা।
এ ঘটনায় দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার করা রুপা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
ফেরদৌস ওয়াহিদ/এআরএস